Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

জীবন বদলে দেওয়ার মতো

not found


সব সময় সবকিছুতে সেক্রিফাইজ করতে যাবেন না।দিনের পর দিন নিজের ইচ্ছেগুলি খুন করে যাদের জন্য স্বপ্ন কিনবেন, বেলা শেষে তারাই আপনাকে নিন্মগোত্রীয় অচ্ছুৎ মানুষ ভেবে অপমান আর অবহেলায় ছুড়ে ফেলে দিবে।
তারা ধরেই নিবে এই জগতে আপনার কোনো চাহিদা নাই,কোনো প্রয়োজন নাই।সবার যেটা দরকার,সেটা আপনার দরকার নাই।সব ভালো'টা,সেরা'টা পছন্দের জিনিস'টা শুধু তারাই ডিজার্ব করে আর আপনার বেলায় যেকোনো কিছু হলেই চলে!
সবকিছুতে আপনার এই সেক্রিফাইজড মেন্টালিটি আপনাকে যতটা'না মহান করবে,তার চাইতে অনেক বেশি ছোট করে দিবে মানুষের কাছে।কথা'টা শুনতে একটু অন্যরকম লাগলেও,বর্তমান সময়ে এটাই সত্য।
এখন ভদ্রতা'কে মানুষ ভাবে দূর্বলতা,সততা'কে ভাবা হয় বোকামি আর নৈতিকতার ধার-ধারে এখানে ক'জন!
ঘরের মানুষ তো মানুষ, মেহমান-অতিথি বাসায় এলেও দেখবেন সবার জন্য কিছু না কিছু নিয়ে আসলেও,আপনার বেলায় থাকবে কেবল একটা শুকনা হাসি!
সবকিছুর একটা লিমিট রাখা উচিত লাইফে।অন্তত, নিজের আত্নসম্মান বজায় রাখার জন্যে হলেও।
নিজের প্রয়োজন কিংবা ইচ্ছাগুলি'কে সব সময় অন্যের জন্য খুন করতে যাবেন না।
আপনার সেক্রিফাইজের সিড়ি বেয়ে সবাই যখন নিজেকে গুছিয়ে নিবে,আপনি তখন একা একা থাকবেন।৬৫ কিংবা ৭০'এ গিয়ে হয়ত ভাববেন,ইশ! এই ইচ্ছে'টাকে যদি সেদিন সেক্রিফাইজ না করতাম অন্যের জন্য।যদি আমিও সেদিন বলতাম এটা আমার'ও চাই।
কিছু জিনিস অবশ্যই ছাড় দেয়া চাই লাইফে তবে, সব জিনিসের বেলায় না।সবার যেটা প্রয়োজন, আপনার বেলায়'ও সেটার ব্যাত্যয় না ঘটুক।
অন্য'রা যেটা পায়,সেইম জিনিস'টা আপনিও ডিজার্ভ করেন।আমার কাছে পৃথিবীর সবচাইতে বড় ঠকবাজ মনে হয়  সেই ব্যাক্তিকে....
যে নিজেকেই নিজে ঠকায়।
লেখকঃ উজ্জ্বল 
collected

Post a Comment

0 Comments